শোকের মাসে নারায়ণগঞ্জের আইনজীবীদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

শোকের মাসে জাতীয় শোক দিবস ও শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরেও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নারী আইনজীবীদের উদ্যোগে শোকের মাসে শোক পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ কর্মসূচি শুরু হয়েছে। পুরো মাসব্যাপী চলবে এই কালো ব্যাজ ধারণ কর্মসূচি।

৩ আগস্ট বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে নারী আইনজীবীদের উদ্যোগে এই কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনি, অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন, অ্যাডভোকেট ওয়াহিদা আক্তার রিতা, অ্যাডভোকেট নুর জাহান, অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, অ্যাডভোকেট কামরুন্নাহার ময়না, অ্যাডভোকেট ইসরাত জাহান ইনা, অ্যাডভোকেট মোনা, অ্যাডভোকেট তানিয়া, অ্যাডভোকেট দোলন, অ্যাডভোকেট রোজী, অ্যাডভোকোট রোকেয়া, অ্যাডভোকেট জহুরা, অ্যাডভোকেট হালিমা, অ্যাডভোকেট কাঞ্চি, অ্যাডভোকোট মলি, অ্যাডভোকোট পূজা, অ্যাডভোকেট স্মৃতি কনা দত্ত সহ অন্যান্য আইনজীবীগণ।