কাশিপুর ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনের লক্ষে রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থার অগ্রাধিকার দিয়ে ৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৩৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়।

২৫ মে বুধবার দুপুরে ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রস্তাবিত বাজেট উপস্থাপণ করেন পরিষদের সচিব মো: বাহাউদ্দিন।

এদিকে বাজেট ঘোষণা অনুষ্ঠানে শিক্ষক, ব্যাংকার, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবি লোকদের উপস্থিতিতে কাশিপুর ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়। বাজেটে ড্রেনেজ ব্যবস্থা জোরদার, শিক্ষা ব্যবস্থা উন্নতিকরণ, ক্ষুধা দারিদ্র মুক্ত ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল সকলের সহযোগিতা কামনা করেন।

প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেন, গত বছর আগে আমি চেয়ারম্যান হওয়ার পর কাশিপুর ইউনিয়নে কতটুকু উন্নয়ন করেছি তা আমার চেয়ে ইউনিয়নের জনগন ভাল বলতে পারবে। গত ৫ বছরে যে পরিমান উন্নয়ন হয়েছে আসা করি খুব অল্প সময়ের মধ্যে উন্নয়ন খুজে পাওয়া যাবে না। পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে ড্রেনেজ ব্যবস্থার অগ্রাধিকার দিয়ে ৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৩৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়। আশা করছি জনগনের চাহিদা মোতাবেক উন্নয়ন করতে সক্ষম হবো ইনশায়াল্লাহ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফুল আলম, কাশিপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৃঞ্চ সাহা, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির রতন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার, শিক্ষানুরাগী বিশ^াস লুৎফর রহমান, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আইয়ুব আলী, প্যানেল চেয়ারম্যান-২ শামীম আহম্মেদ, ইউপি সদস্য হাবিবুর রহমান, শামীম আহম্মেদ, ইমদাদুল হক খোকা, জাকির হোসেন, জিসান হায়দার উজ্জল, মেজবাউর রহমান পলাশ, সুলতানা রাজিয়া, তাসলিমা আক্তার, মরিয়ম আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবির লোকজন।