জিয়া পরিবারের কর্মচারী আড়াইহাজার উপজেলা বিএনপির মালিক!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের নামে নাটক মঞ্চস্থ হয়। উপজেলা বিএনপির মুলধারার নেতাকর্মীদের বাদ দিয়ে একটি বলয়ের নেতাকর্মীদের দিয়ে উপজেলা বিএনপির কমিটি সাঁজানো হয়েছে। আর সেই মঞ্চে দাঁড়িয়ে কমিটি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই কমিটি ঘোষণার পর আড়াইহাজার উপজেলা বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন- যে লোক জিয়া পরিবারের সামান্য কর্মচারী, কেউ কেউ বলছেন জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র প্রয়াত কোকোর গাড়ির ড্রাইভার সেই কর্মচারী এখন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির মালিক বনে গেছেন। তবে এই কর্মচারী কিংবা ড্রাইভারই বা কে এমনটা জানতে চাইলে স্থানীয় ক্ষুব্দ নেতাকর্মীরা কর্মচারী কিংবা ড্রাইভারের নাম বলতে চাননি। ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন- বিএনপির মুলধারার নেতাকর্মীদের বাদ দিয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির পকেট কমিটি গঠন করা হয়েছে। যেখানে পেছন থেকে কাজ করছেন জিয়া পরিবারের কর্মচারী একজন বিএনপি নেতা।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আড়াইহাজারে বিএনপিকে দাঁড় করিয়েছেন প্রয়াত বিএনপি নেতা এএম বদরুজ্জামান খান খসরু। পরবর্তীতে বিএনপিতে এসে তিনবার এমপি নির্বাচিত হোন সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। খসরুর মৃত্যুর পর উপজেলা বিএনপির হাল ধরেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খরুর ছেলে মাহমুদুর রহমান সুমন। রাজপথে সক্রিয় ভুমিকা রাখা সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান হাবু, বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী পারভীন আক্তার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মীরজুল হাসান নয়ন মোল্লাদের মত নেতাদের বাদ দিয়ে আড়াইহাজার বিএনপির কমিটি কিভাবে হয়? নেতাকর্মীদের প্রশ্ন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ইউসুফ আলী ভুঁইয়া ঢাকার সাভারে চলে যান। এখন তিনিই হয়ে গেলেন সভাপতি। উপজেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে নানা কারনে ব্যর্থ জুয়েল হলেন উপজেলা বিএনপির সেক্রেটারি!

নেতাকর্মীদের আরো অভিযোগ- সম্মেলনের নামে আলোচনা সভা শেষে দীর্ঘদিন রাজনীতির বাহিরে থাকা আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নাম ঘোষণা করা হয়। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি খোরশেদ আলম মোল্লা, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মো. সিদ্দিক, বেদন খন্দকার, মনির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আজহারুল ইসলাম লাভলু, ১ম সদস্য লুৎফুর রহমান আব্দু, কবির হোসেন, খোরশেদ হাসান মিয়া।

এছাড়াও আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন ও সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি হাজী সামসুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক হাজী মুসফিকুর রহমান মিলন নির্বাচিত।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর দুইটায় আড়াইহাজার উপজেলাধীন পাচরুখী এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাসভবনে অর্থাৎ ঘরের ভেতরে এ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বিএনপির মুলধারার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না।

আড়াইহাজার উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল আহম্মেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) এড. আব্দুস সালাম আজাদ, বেনজীর আহমেদ টিটু, বিএনপি নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, আব্দুল হাই রাজু, জাহিদ হাসান রোজেল, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাশুকুল ইসলাম রাজিব, রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম শাহিন, আড়াইহাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার সুমন, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।