টিটুর বিরুদ্ধে ষড়যন্ত্র, নারায়ণগঞ্জ ক্লাবের প্রতিবাদ নিন্দা, অভিযোগ প্রত্যাহার দাবি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিডেটের সভাপতি তানভীর আহমেদ টিটুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি বিতর্কিত ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে দাবি তা প্রত্যাহারের দাবি করেছে নারায়ণগঞ্জ ক্লাব।

৬ এপ্রিল শনিবার সন্ধায় এক প্রতিবাদ লিপিতে নারায়ণগঞ্জ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের অবিসংবাদি ব্যক্তিত্ব ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাবের পরপর দুইবারের সাবেক সভাপতি তানভীর আহম্মেদ টিটুকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালনাধীন ভাসমান রেস্তোরা মেরী আন্ডারসনে পুলিশের অভিযানে মদ ও বিয়ার উদ্ধারের ঘটনায় জড়িত করার চক্রান্তকে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পরিষদ ২০১৭-২০১৮এর কর্মকর্তাগণ তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পরিষদ ২০১৭-২০১৮ এর সিনিয়র সহ-সভাপতি ডাঃ একেএম শফিউল আলম ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবী জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এছাড়াও বিষয়টি মিথ্যা বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া কল্প কাহিনী বলে আখ্যায়িত করে বলে অভিযোগটি প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পরিষদ ২০১৭-এর সহ-সভাপতি বেগম ফরিদা আক্তার, পরিচালক খাজা এবায়দুল হক টিপু, মোঃ রশিদুজ্জামান, মোফাজ্জল হোসেন মিন্টু, মাহফুজুর রহমান খাঁন, হোসাইন মোহাম্মদ তানিম তৌহিদ, মঈনুল হাসান ও বিপ্লব কুমার সাহা, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পরিষদ ২০১৮এর সিনিয়র সহ সভাপতি ডাঃ একেএম শফিউল আলম, সহ সভাপতি শেখ হাফিজুর রহমান, পরিচালক সোহেল আক্তার,মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার হোসেন মোঃ তানিম তৌহিদ, মোঃ ইদী আমিন ইব্রাহীম খলিল, মোঃ আশিকুজ্জামান, সেলিম রেজা সিরাজী ও সজল কুমার রায় প্রমূখ।