সোনারগাঁয়ে কৃষক দলের কর্মীসভা: নোয়াগাঁও ইউনিয়ন কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল শনিবার বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় সোনারগাঁ উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুল মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সহ-সভাপতি মনির মল্লিক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

কর্মীসভার প্রধান অতিথি মনির মল্লিক বলেন, সরকারের লুটপাটের কারনে আজকে দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এমন পরিস্থিতিতে সোনারগাঁও উপজেলা কৃষকদলের নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কৃষির উন্নয়নে ভুমিকা রাখতে হবে। আমরা দেখেছি করোনা পরিস্থিতিতে সোনারগাঁয়ের কৃষক দলের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এটাই বিএনপির জাতীয়তাবাদী শক্তির আদর্শ। নিত্যপণের যে হারে দাম বেড়েছে এখন কৃষির উন্নয়ন বাড়ানো ছাড়া আর উপায় নাই। অন্যান্য নিত্যপণের দাম বাড়ানোর কারনে মানুষ দিশেহারা। কৃষির দিকে জোর দিলে কিছুটা হলেও স্বস্তি মিলবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবেনা। রাজপথে থাকার পাশাপাশি অতীতের মত সব সময় কৃষকের পাশে দাঁড়াবে সোনারগাঁয়ের কৃষক দলের নেতাকর্মীরা। সোনারগাঁয়ে কৃষক দল শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে, সেজন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রধান বক্তা মজিবুর রহমান সোনারগাঁও উপজেলা কৃষকদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সোনারগাঁয়ে কৃষক দলের নেতাকর্মীরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিকদলের সঙ্গে তাল মিলিয়ে সোনারগাঁও উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছে। সোনারগাঁয়ে কৃষক দল একটি শক্তিশালী সংগঠনে রুপ দিয়েছেন বর্তমান কমিটির নেতারা। কৃষকদলের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে যে কোনো সময়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমান মিজান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সানাউল্লাহ প্রধান, সোনারগাঁ উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি দুলাল হোসেন, সহ সভাপতি আমির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক আতাউর মেম্বার, জামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির হোসেন, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শাহ আলম, সনমান্দী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খোকন সিকদার, জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পনির হোসেন মিন্টু, সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুমন মোল্লা, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রুকন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাওলানা ওমর ফারুক ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন- নাজমুল ফকির, রিদয়, মিলন নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দল নেতা দাইয়ান, ফয়সাল, কবির, আমজাদ, শরিফুল ইসলাম, নবি হোসেন, রোমান, এমরান প্রমূখ।

কর্মীসভায় সঞ্চালনায় ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদল নেতা কবির হোসেন। কর্মীসভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদে মোহাম্মদ কবির হোসেন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ দাইয়ান ও সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ফয়সাল মিয়াকে নির্বাচিত করা হয়।