সোনারগাঁয়ে গণহত্যা দিবস পালিত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার সন্ধ্যায় পালিত হয়েছে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। পরে শহীদদের স্মরনে রাত ৯টা ১ মিনিটে পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোকের আবহে দিনটি পালন করা হয়েছে। পরে বিজয় স্তম্ভে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.শামসুল ইসলাম ভূইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম, সন্মান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, উপজেলা প্রকৌশলী মো.আরজুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম প্রধান, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিবসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।