1. admin@sunnarayanganj24.com : dinkalnarayangan :
  2. greeceman@mail.com : greeceman :
  3. mrokon5@gmail.com : Majharul Rokon : Majharul Rokon
২০ বছর পর যেনো প্রতিশোধ নিলো বাংলাদেশ Sun Narayanganj
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সাগর প্রধানের বড়ভাই ডালিম প্রধানকে নাশকতার মামলায় গ্রেপ্তার আড়াইহাজারে আঙ্গুরের ব্যর্থতায় আজাদের মুঠোবন্দি বিএনপি: কর্তৃত্ব পুনরুদ্ধারের চেষ্টায় সুমন! সোনারগাঁও আসনে বিএনপির একক প্রার্থী: আওয়ামীলীগ-জাতীয় পার্টির টানাটানি! পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সাংবাদিক মাসুম বিল্লাহ, দোয়া কামনা শামীম ওসমানের সমাবেশে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শোডাউন এমপি শামীম ওসমানের সমাবেশে হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে আইনজীবীদের অংশগ্রহণ অয়ন ওসমানের শোডাউন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সাবেক এমপি কমান্ডার সিরাজের স্ত্রীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক প্রকাশ শামীম ওসমানের সমাবেশে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যোগদান

২০ বছর পর যেনো প্রতিশোধ নিলো বাংলাদেশ

সান নারায়ণগঞ্জ
  • আপডেট বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১ Time View
IMG 20220324 200347

ডেস্ক রিপোর্ট:

ঠিক ২০ বছর আগের কথা চিন্তা করুন একবার! বাংলাদেশ প্রথমবারেরমত ওয়ানডে সিরিজ খেলার জন্য সফরে গেলো দক্ষিণ আফ্রিকায়। তখনকার প্রোটিয়া দলের দিকে তাকালে এখনও পিলে চমকে যাবে যে কারও। অধিনায়ক শন পোলক। অ্যালান ডোনাল্ড, মাখায়া এনটিনি, ল্যান্স ক্লুজনার, গ্রায়েম স্মিথ, হার্শেল গিবস, মার্ক বাউচার- বিশ্বের নামি-দামি, সেরা সব ক্রিকেটারে ঠাসা প্রোটিয়া দলটি তখন।

আর বাংলাদেশ ছিল তখন আন্তর্জাতিক ক্রিকেটে বলতে গেলে নবাগত। দুই বছর আগে টেস্ট খেলার মর্যাদা পেয়েছে। ক্রিকেটে কাঠামো কেবল গড়ে উঠতেছে। এমন একটি সময়ে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে খেলতে গেলো বাংলাদেশ দল।

জাভেদ ওমর, আল শাহরিয়ার রোকন, হান্নান সরকার, তুষার ইমরান, অলক কাপালি, খালেদ মাহমুদ সুজন, তাপস বৈশ্য, মঞ্জুরুল ইসলাম এবং তালহা জুবায়ের। প্রোটিয়াদের মহা শক্তিশালী দলটির সামনে দাঁড়াতে পারারই কথা নয়। পারেওনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাভাবিকভাবেই ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

পুরো সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ১৫৪। প্রথম ম্যাচে ১৩৩, দ্বিতীয় ম্যাচে ১৫৪ এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৫১ রানে।

সেই সিরিজের ২০ বছর পর আবার প্রোটিয়াদের মাটিতে গিয়ে ওয়ানডে সিরিজ খেললো বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, ২০ বছর পর এসে শুধু ম্যাচ জয়ই নয়, সিরিজও জয় করে নিয়েছে টাইগার ক্রিকেটাররা। সেই পোলক, ডোনাল্ড কিংবা মাখায়া এনটিনিদের ভূমিকা নিয়েছে এবার তাসকিন, শরিফুল আর মোস্তাফিজরা।

সবচেয়ে বড় কথা, ২০ বছর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচটিরই পূনরাবৃত্তি ঘটলো যেন আজ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক মাঠে। ২০০২ সালের ৬ অক্টোবর বেনোনির উইলোমোর পার্কে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৫৪ রানে। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১০ উইকেটের ব্যবধানে।

ঠিক ২০ বছর পর সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হলো ১৫৪ রানে। বাংলাদেশ ১০ উইকেটে প্রায় জিতেই গিয়েছিল, যদি না লিটন দাস কেশভ মাহারাজের বলে ভুলটা করে না বসতেন! ১২৭ রানের জুটি গড়ার পর আর কতই বা বাকি ছিল? পুরোটা টিকে থাকতে পারলে ১০ উইকেটেই জয় পেতো টাইগাররা। কিন্তু তা না হলেও, বাংলাদেশ ৯ উইকেটের বড় ব্যবধানেই জয় পেয়েছে।

সেবার সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা করেছিল ৩০১ রান। এবার বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে করেছিল ৩১৪ রান।

ইচ্ছে করে হয়তো হয়নি এমনটা। কাকতালীয়ভাবে দারুণভাবে উল্টো করে হলেও প্রায় মিলে গেলো দুই সিরিজের পরিস্থিতি। ২০ বছর আগে গো হারা হারের প্রতিশোধই যেন এবার নিলো টাইগার ক্রিকেটাররা।

© ২০২৩ | সকল স্বত্ব সান নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL