নারায়ণগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি’র সভাপতিত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আব্দু, এড. মাহফুজুর রহমান হুমায়ুন, নাসির উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন, রিয়াদ মো. চৌধুরীর, রুহুল আমীন শিকদার, মাশুকুল ইসলাম রাজিব, শাহ আলম হিরা, কাজী নজরুল ইসলাম টিটু, জুয়েল আহমেদ, আশরাফুল হক রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য আফজাল হোসেন ভূঁইয়া, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান, রাসেল রানা, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি রহিম শরিফ মায়া, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল্লাহ লিটন, জেলা তাঁতীদলের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শুক্কুর সহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।