সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মেহেদী হাসান জুয়েল টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রর্থনা করছেন তিনি। স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ প্রজন্মের এই মেম্বার প্রার্থী।
১৫ ডিসেম্বর বুধবার জুয়েলের প্রচারণায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম। এসময় জুয়েলের পক্ষে ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় টিউবওয়েল প্রতীকের ভোট প্রার্থনা করেন ফাইজুল ইসলাম।
জানাগেছে, ফতুল্লা ইউপির ৪নং ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মেহেদী হাসান জুয়েল। তরুণ ও শিক্ষিত হওয়ায় জুয়েলকেই জনপ্রতিনিধি হিসাবে চাইছেন স্থানীয়রা। এছাড়াও দীর্ঘদিন ধরে সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে জড়িত থাকায় ভোটের রাজনীতিতে এগিয়ে রয়েছেন জুয়েল।


