র‌্যাবের অভিযানে জঙ্গী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

র‌্যাব-১১ রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ নভেম্বর বুধবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার মতিঝিল থানা এলাকা হতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা নং- ৬৯, তারিখ-২২/০৮/২০১৭ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী-২০১৩ ) এর ৬(২)/৮/৯(৩)/ ১০/১১/১২/১৩/১৪ এবং জিআর প্রসেস নং-৪৬/২১ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইসমাইল হোসেন ওরফে শামীম ওরফে আতর আলীকে গ্রেপ্তার করা হয়। সে চাঁদপুর জেলাার হাইমচর থানাধীন পশ্চিম চরকৃ্ষ্ণপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য। উক্ত আসামীর বিরুদ্ধে উপরে উল্লেখিত মামলা ছাড়াও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মামলা নং-১০৫, তারিখ-২৯/০৭/১৭ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী-২০১৩ )এর ৬ (২)/৮/৯ (৩)/ ১০/ ১১/১২/১৩/ ১৪, অভিযোগ পত্র নং-৪৫১, তারিখ- ১৬/০৭/২০২০ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী-২০১৩)এর ৬(২)/৭/৮/৯/ ১০/১১/১২/১৩/১৪ (১৩ নং আসামী) মামলা রয়েছে। স্বরাষ্ট মন্ত্রণালয়ের আদেশক্রমে ৩টি মামলার তদন্ত র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ করে। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ জামিনে পলাতক রয়েছে বলে জানা যায়।