সাখাওয়াতের কন্ঠে খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে অগ্নিঝরা গর্জন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেত্রীর মুক্তির দাবিতে রাজপথে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের নিয়ে নিজেই গলা ফাটিয়ে শ্লোগান তুলেছেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি শুধু গলা ফাটিয়েই নয় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির শ্লোগানে তিনি অনেকটা চিৎকার করে ওঠেন। ওই সময় তার চোখে মুখে তীব্র ক্ষোভ আর কষ্ট শ্লোগানে ফুটে ওঠলো। সাখাওয়াত হোসেন খানের শ্লোগানে উপস্থিত নেতাকর্মীরাও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান তুলে গর্জে ওঠেন। নারায়ণগঞ্জের প্রধান সড়ক নেতাকর্মীদের শ্লোগানে বুকফাটা আর্তনাতও প্রকাশ পেয়েছে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে তাক লাগানো শোডাউন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ২৬ মার্চ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে থেকে মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেন তিনি। সেখান থেকে র‌্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে কারানির্যাতিত বিএনপির এই নেতা সাখাওয়াত হোসেন খান বলেন, মহান স্বাধীনতা দিবসের দিনে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। অন্যথায় এদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে, সরকারের অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাহআল্লাহ।

এর আগে র‌্যালীতে নারায়ণগঞ্জের এই আলোচিত আইনজীবী নেতা সাখাওয়াত হোসেন খান কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজেই শ্লোগান তুলেন। এসময় হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগান ছিল একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি। চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এর আগে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের মুখে বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক।

এই শোডাউনে ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, মহানগর বিএনপি নেতা মনির হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এমএইচ মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দীন শিশির, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি স্বপন চৌধুরী, পারভেজ মল্লিক, শহিদুল ইসলাম রিপন, শাহিন আহমেদ, জেলা যুবদল নেতা নেতা রোমান হোসেন, আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, কাজী খোকন, সজীব খন্দকার,পাপ্পু আহমেদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম বাবু, লিংকন খান, লিংরাজ খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ, ছাত্রদল নেতা মোজ্জামেল হোসেন, আল আমিন, আবদুর রশিদ, মোক্তার হোসেন সহ মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এই শোডাউনে উপস্থিত ছিলেন।