অর্ধকোটি টাকার মিশন: সোনারগাঁয়ে বিএনপিকে মুঠোবন্ধি করতে চান মান্নান!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন প্রতিটা থানা/উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।  যার মধ্যে সোনারগাঁও উপজেলা বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছে জেলা বিএনপি।  ইতিমধ্যে আহ্বায়ক ও সদস্য সচিব পদে নাম প্রস্তাবনায়ও এসেছে।  কিন্তু কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান চাচ্ছেন সোনারগাঁও উপজেলা বিএনপির পূর্ণ কমিটির নিয়ন্ত্রন।  কমিটির সকল নেতাকেই মান্নান অনুগামী হতে হবে।

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের অনুগামী কোনো নেতাকে সোনারগাঁও উপজেলা বিএনপির কমিটিতে ঠাঁই দিতে নারাজ।  একইভাবে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি খন্দকার আবু জাফর ও তার অনুগামী কাউকেই কমিটিতে রাখতে চাচ্ছেন না।  ইতিমধ্যে সেই লক্ষ্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে ম্যানেজও করেছেন আজহারুল ইসলাম মান্নান।  কিন্তু মান্নানের মিশনে বাধা হয়ে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহামুদ।

এদিকে গোপন সূত্রে জানাগেছে, সোনারগাঁও উপজেলা বিএনপির কমিটি গঠন ও কমিটিতে পদ পেতে বেশকজন নেতা প্রায় অর্ধ কোটি টাকার মিশন নিয়ে নেমেছেন।  যে করেই হোক জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহামুদের পকেট ভারি করে দিয়ে পদ পদবী ভাগিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।  কেউ কেউ আহ্বায়ক ও সদস্য সচিব পদেও আসীন হতে লাখ লাখ টাকা নিয়ে ঘুরছেন জেলার শীর্ষ নেতাদের পেছনে।  জেলা বিএনপির গঠিত উপ-কমিটির নেতাদের পেছনে উপটোকেন নিয়ে দৌড়াচ্ছেন পদ প্রত্যাশিরা।  যেখানে মান্নান চাচ্ছেন পুরো কমিটির নিয়ন্ত্রন।  মান্নানের পছন্দমত মান্নানের প্রেসক্রিপশনে মান্নানের অনুগামীদের দিয়ে কমিটির অনুমোদন দিলেই প্রমানিত হয়ে যাবে তৈমূর আলম ও মামুন মাহামুদ মোটা অংকের লাভবান হয়েছেন।  যদিও এখনও পর্যন্ত মামুন মাহামুদকে ম্যানেজ করতে পারেনি।

এর কারন হিসেবে জানাগেছে, মামুন মাহামুদ সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য সচিব পদে মোশারফ হোসেনের নাম প্রস্তাব করেছেন।  এক্ষেত্রে আহ্বায়ক পদে যে কাউকে বসানোর দায়িত্বটা তৈমূর আলমের উপর ছেড়ে দিয়েছেন তিনি।  সেক্ষেত্রে মান্নানকেই আহ্বায়ক করতে পারেন তৈমূর।  কিন্তু মান্নান চাচ্ছেন সদস্য সচিব পদে কাঁচপুুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমীকে বসাতে।  যে রুমীর পরিবারের বেশকজন সদস্য এখন জাতীয়পার্টি ও আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয়।