সামনে কঠিন সময় আসছে, ছাত্রদলকে প্রস্তুতি নিতে হবে: মশিউর রহমান রনি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র নেতাকর্মীদের উপরে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তার তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়েছিল বিএনপির নেতাকর্মীরা। কিন্তু কোন প্রকার উস্কানি ছাড়াই পুলিশ তাদের উপরে অতর্কিত হামলা চালায়। ছাত্রদলকে আওয়ামী সরকারের পুলিশ বাহিনী ভয় পায়, যদি চায় পুলিশের হামলা জবাব দিতে পারে। সামনে কঠিন সময় আসছে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেই যুদ্ধ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুরোপুরি কারামুক্ত করা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার যুদ্ধ। সে যুদ্ধে ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহŸান জানাচ্ছি।

১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে মহানগরীর মাসদাইর এলাকায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জম্মদিন উপলক্ষে ফতুল্লা থানা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অথিতির তিনি এসব কথা বলেন। এ সময়ে বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের মশিউর রহমান রনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জেলা ছাত্রদলের কমিটি আসছে সামনে যদি কোন প্রকার অনিয়ম করা হয়। তাহলে আমি জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে তাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করবো। আর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সেই সকল অনিয়মকারী নেতাদের পাশে থাকবে না। ছাত্রদলের কমিটি করতে গিয়ে অনেক নেতাদের সাথে আমার বিরোধী সৃষ্টি হয়েছে। শুধুমাত্র আদর্শিক থাকার কারণে। কারন আমার সাথে কারো ব্যক্তিগত দ্ব›দ্ব নাই। নিজের জীবন বাজি রেখে এ দলের রাজনীতি করি। কোন কিছু পাওয়ার জন্য নয় দেওয়ার জন্য। বাবার টাকায় রাজনীতি করি কারোও দয়ার টাকায় রাজনীতি করিনা।

তিনি আরও বলেন, কমিটি গঠনে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই অনিয়মের সাথে জড়িত তারা হলো আওয়ামী লীগের দালাল। তারা বিএনপিকে ধ্বংস করার জন্যই এখন বিভিন্ন পদ-পদবী নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এ সকল দালাল হতে সবাইকে সাবধান থাকতে হবে। তারা পদ পদবী নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ব্যবসা করবে এবং বুক ফুড়িয়ে এলাকায় ঘুরবে আর বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা লুটপাট করবে। তাই এইসব দালাল হতে সাবধান। আমাদের দলে ঐক্যবদ্ধতা আমাদেরকে ধরে রাখতে হবে।

ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক জাহিদ হাসান রোজেল, বিশেষ অতিথি জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য রুহুল আমিন শিকদার, কাজী নজরুল ইসলাম টিটু, একরামুল করিম মামুন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহŸায়ক বোরহান উদ্দিন, গোলাম রাব্বানী।

এছাড়াও আর উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ দেওয়ান, যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ রাজু, সাজ্জাদ হোসেন সাজ, মহন আহমেদ, মাহফুজুর রহমান,ফয়সাল আহমেদ শান্ত, নজনুল ইসলাম, এনামুল রাব্বি, মো. আব্দুল্লাহ প্রমুখ।