সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। ১৭ মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানায় জেলা আওয়ামীলীগের নেতারা।
শ্রদ্ধা জানিয়ে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।
এর আগে আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, ‘ মার্চ মাস পুরো জাতির জন্য সবসময় গুরুত্বপূর্ণ। স্বাধীনতা আন্দোলনের সূচনা শুরু হয়েছিল এই মার্চ মাসেই। আগামী বছর ২০২০ সালে জাতির জনকের শততম জন্মবার্ষিকী আমরা অনেক জাকজমকভাবে পালন করবো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমাদের বাংলাদেশের জন্ম হতোনা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে আজকের
বাংলাদেশ। ’
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আব্দুুল কাদির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সাবেক নারী সংসদ সদস্য অ্যাডভোকে হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতারা।