সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে না’গঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

খুলনা রূপসা শিয়ালী, পটুয়াখালী কলাপাড়, মৌলভীবাজার কুলাউরায় সংখালঘুদের বাড়িঘর-ব্যবসা- প্রতিষ্ঠান উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর লুটপাট সোনারগাঁয়ের বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযুক্ত মালেক মিয়ার গ্রেপ্তার শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

১১ আগস্ট বুধবার বিকেল ৫টায় মহানগরীর চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে নগরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা অম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলমান সবাই একসাথে বসবাস করে। কিন্তু একটি মৌলবাদী গোষ্ঠী এদেশের অসম্প্রদায়িক চেতনাকে বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তারা বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতন চালায়। এ হামলা নির্যাতন নতুন কিছু নয় অতীতেও এরকম হামলা নির্যাতন হয়েছে। আমরা একটিরও বিচার পাইনি। যদি এগুলোর সঠিক বিচার হতো তাহলে আজকে আর এ সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়ন হতো না। আর আমাদের কেউ ব্যানার নিয়ে প্রতিবাদ করতে হত না। দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও অ্যাডভোকেট অঞ্জন দাসের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, বন্দর থানার সভাপতি শংকর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, নেতা মিঠু চক্রবর্তী, নিবারন দাস, নারায়ন দাস, সুনিল দাস, শারদাঞ্জলী ফোরামের নেতা কার্তিক, সুজন, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাজীব তালুকদার, সভাপতি মন্ডলীর সদস্য প্রদীপ দাস, প্রদীপ মন্ডল, সাংগঠনিক সম্পাদক বিরেন দাস, মহানগরের নেতা অরুণ দেবনাথ, পিন্টু রায়, রূপগঞ্জ উপজেলার ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য সুধাংসু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দ্বিগেন বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মন্ডলীর সদস্য নারায়ন দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, স্নিগ্ধ রক্ষিত, প্রণয় সিংহ, জেকি নন্দী, লোকনাথ, সদর উপজেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, বন্দরের সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, রূপগঞ্জ উপজেলার সভাপতি বাবুল শীল, সহ সভাপতি মিলন সরকার, সোনারগাঁ উপজেলার সদস্য সচিব লিটন ভৌমিক, যুব ঐক্য পরিষদ নেতা মিলন সরকার, অমিত আচার্য, অনিক চন্দ্র মন্ডল, জন সরকার প্রমুখ।