মোগরাপাড়া ইউনিয়নে রাতের আধারে বস্তা কাঁধে ত্রাণকর্তা হাজী সোহাগ রনি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাইনে যখন দিনমজুর খেটে মানুষগুলো অসহায় পড়েছে তখন তাদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি।  করোনা পরিস্থিতিতে নিয়মিত সোহাগ রনি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছেন।

সর্বশেষ লকডাউনের শেষ দিন ১৪ জুলাই বুধবার রাতে মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় খেটে খাওয়া মানুষ ও দিনমজুরদের ঘরে ঘরে নিজ কাধে করে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সোহাগ রনি।  লকডাউনে প্রায় প্রতিদিনই সোহাগ রনি খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি বলেন, কঠোর লকডাউনে শেষ দিন মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করে থাকি।  আমাদের কাছে মোবাইল নাম্বারে কল আসলে ও SMS এর মাধ্যমে জানালে খাদ্য সামগ্রী পৌছে দেই।  আমি ও আমার ছাত্রলীগের ভাইদের নিয়ে কাজ করে চলছি।  আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।  আমি যেনো সব সময় আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।