সোনারগাঁয়ে স্কুল ছাত্রীদের উত্যক্ত, বখাটের তিন মাসের কারাদণ্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে স্কুল ছাত্রীদের উত্যক্তের অভিযোগে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুুরে সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করার দায়ে ওই বখাটেকে তিন মাসের কারাদণ্ড দেন সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাহী অফিসার।

থানা পুলিশ জানায়, সোনারগাঁও থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে কাচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে ছাত্রীদের ইভটিজিং করার সময় মোঃ সাব্বির হোসেনকে আটক করা হয়। বখাটে সাব্বির হোসেন কাচপুর খালপাড় এলাকার মিনার হোসেনের ছেলে।

এসআই আবুল কালাম আজাদ জানান, ওই বখাটেকে আটকের পর সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত বসিয়ে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার দায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।