‘আন্দোলনের সোনালী ইতিহাস সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৩ মার্চ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন, আজ সেই ঐতিহাসিক ১৩ মার্চ। ইসলামী রাজনীতির এক সোনালী অধ্যায়ের সূচনা। দেশের শীর্ষ ওলামা হযরত গতানুগতিক দলকেন্দ্রীক দৃষ্টিভঙ্গির কবর রচনা করে সর্বজনীন একটি গণবিপ্লবের মাধ্যমে মানবরচিত মতবাদের মূলোৎপাটন করে ইসলামী শাসন প্রবর্তনের লক্ষে এই দিনে প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

আলহামদুলিল্লাহ বস্তুবাদী রাজনীতির পিচ্ছিল পথে অপ্রতিরোধ্য আন্দোলনের সোনালী ইতিহাস সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠার দিনে নারায়ণগঞ্জ মহানগরের দায়িত্বশীল, কর্মী, সদস্য ও নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।