বন্দরে চাঁদাবাজির দায়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে এলাকায় অবস্থিত সুরুজ মিয়া স্পিনিং মিলে ৩ লাখ টাকা চাঁদার দাবীতে শ্রমিকদের মারধর ও মিলে ভাঙচুর চালাবার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২৬ জুন শনিবার সকালে স্পিনিং মিলের এডমিন আখলাকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত ২৫জুন দুপুর ৩টায় উপজেলার কেওটালা এলাকায় মিলের ভেতরে এই ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্তরা হলো- কথিত কিশোর গ্যাং সদস্য সাগর (১৯), ফয়সাল (২২), রবিন (২০), রবিউল (১৮), ইয়াসিন (১৮), জিতু মিয়া (১৯), সাবেন মিয়া (২৭), হাসেম মিয়া (৫৫)। এঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ৮জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার বাদী আখলাকুর রহমান বলেন, গত ২৫ জুন শুক্রবার দুপুরে শ্রমিকরা লাঞ্চের ছুটিতে বের হবার সময় বিবাদীরা তর্কাতর্কির জের ধরে মারধর করে। পরে মিলের সিকিউরিটি ও কর্মকর্তারা এসে তাদের সরিয়ে দেয়। এরপর বেলা ৩টার দিয়ে বিবাদীরা এসে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে সিকিউরিটিদের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে মিলের ভেতর প্রবেশ করে ২ লাখ টাকার সুতার বান্ডিল নষ্ট করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, কারখানায় হামলার ঘটনায় বন্দর থানায় শুক্রবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করা হয়। শনিবার সকালে অভিযোগটি মামলা হিসেবে দায়ের করা হয়।