লকডাউনে নারায়ণগঞ্জ বন্দর ঘাটে সন্ধ্যারাতে কয়েক হাজার যাত্রী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ২২ জুন থেকে নারায়ণগঞ্জ জেলা সহ দেশের আরও সাতটি জেলায় চলছে সর্বাত্মক লকডাউন। ওইসব জেলার মত নারায়ণগঞ্জেও চলছে কঠোর লকডাউন। তবে এমন লকডাউনে নারায়ণগঞ্জের বন্দর টার্মিনাল ঘাটে যাত্রীদের চরম ভীড় লক্ষ্য করা যাচ্ছে। মুলত সকালে ও সন্ধা থেকে হাজার হাজার যাত্রীদের ভীড় জমে এখানে।

নারায়ণগঞ্জ বন্দর ঘাট দিয়ে প্র্রতিদিন কয়েক হাজার মানুষের আসা যাওয়া ছিল স্বাভাবিক সময়ে। তবে করোনাকালেও কিছুটা যাত্রীদের আসা যাওয়া কমলেও সকালে ও সন্ধায় ভীড় জমে। এর কারন গার্মেন্টসগুলো বন্ধ হওয়ার সাথে সাথে ঘাটে হাজার হাজার যাত্রীদের অবস্থান সৃষ্টি হচ্ছে।

২৩ জুন বুধবারও বিকেল থেকে হাজার হাজার মানুষকে ঘাটে অবস্থান নিতে দেখা যায়। নৌকার জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যারাত হয়ে যায়। তবুও যাত্রীদের সমাগম দৃশ্যমান একই রকম ছিল। এতে করোনা ভাইরাসের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ঘাট পরিচালকরা বলছেন- গার্মেন্টস শ্রমিকদের যাতায়াতের জন্য সকাল ও বিকেলে সময় নির্ধারণ করা দেয়া দরকার। নতুবা এখানে লকডাউন ব্রেক করছে নিয়মিত।