প্রধানমন্ত্রীর দেয়া ঘর সোনারগাঁয়ে ভূমিহীন পরিবারের মাঝে তুলে দিলেন এমপি খোকা


সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমির মালিকানা সহ সেমিপাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ২০ জুন রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সময়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁওয়ের ভূমিহীন ও গৃহহীন মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।

সহযোগিতায় ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁ গোলাম মোস্তফা মুন্না। উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান, জনপ্রতিনিধিবৃন্দ ও সুবিধা ভোগী গৃহহীন পরিবারগুলো।