সোনারগাঁয়ে ২০১ জন শিশু শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১ জন শিশু শিক্ষার্থীকে ১০ রবিবার সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর উদ্যোগে এলজিএসপি-৩ এর আওতায় এসব শিশু শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

স্কুল ব্যাগ বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সফিকুল ইসলাম, দাতা সদস্য আব্দুল মতিন, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, ইউপি সদস্য ফিরোজ আহাম্মেদ, লুৎফা বেগম, শাহিনা আক্তার, কাউসার ভূইয়া, মাসুদ রানা, বিল্লাল হোসেন প্রমূখ।

প্রধান অতিথি জাহিদ হাসান জিন্নাহ বলেন, প্রত্যেক মা যদি সচেতন হোন তবে মেয়েদের স্বপ্ন ভেঙ্গে যাবেনা। ১৮ বছরের আগে কোন মেয়েকে বিয়ে দিলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারেনা। একমাত্র বাল্যবিবাহ রোধ করা গেলেই মেয়েরা এগিয়ে যাবে। তিনি আরও বলেন, মাদক নির্মুল করে মাদকমুক্ত সনমান্দি ইউনিয়ন গড়তে চাই। আমার স্বপ্ন সনমান্দি ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করা। এরই মধ্যে ক্রীড়াঙ্গনে বিভাগীয় পর্যায় সফলতা লাভ করেছে। পর্যায়ক্রমে সনমান্দি ইউনিয়নের প্রত্যেকটি স্কুলে ব্যাগ বিতরণ করা হবে বলে তিনি জানান।