সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
পবিত্র ঈদুল ফিতর ও কোভিড-১৯ পরিস্থতি মোকাবেলায় চলমান লকডাউনে মানবিক সহায়তা হিসেবে কর্মহীন, অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বন্দর বি.এম. ৯২ ব্যাচের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ মে শুক্রবার বাদ জুম্মা বন্দরের স্বল্পের চক এলাকায় বি.এম ৯২ ব্যাচের ডেভেলপমেন্ট প্রজক্ট কার্যালয় থেকে ২’শটি অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী ও ১০টি সেলাইমেশিন বন্টন করা হয়।
সরকার ঘোষিত প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতি পরিবারকে ৫কেজি ভাতের চাল, ১কেজি পোলাউ চাল, ২লিটার সয়াবিন তৈল, ২কেজি করে পিয়াজ ও আলু, ১কেজি করে মুসরি ডাল, চিনি ও লবন, ২ পদের সেমাই ও ১টি গুঁড়ো দুধের প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, অ্যাডভোকেট পাভেল খান সহ সংগঠনের সভাপতি কামরুজ্জামান রুমন, সিনিয়র সভাপতি সালাউদ্দিন মিলন, কোষাধ্যক্ষ আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাাদক সিরাজ ও ডক স্বপন, দপ্তর সম্পাদক জাকির, খায়রুল আমিন খানসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার বিল্লাহ।


