সোনারগাঁও শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের জন্য যেভাবে বরাদ্দ এনেছেন এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে ১২ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের দুইবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।  একই সঙ্গে যেভাবে এই বরাদ্দের সম্ভব করে তুলেছেন তিনি সেটাও বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাবাসীর প্রাণের দাবী সোনারগাঁ উপজেলায় ‘শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প।  জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দ দিয়ে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় সোনারগাঁ শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প অন্তর্ভূক্ত ও অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‘রহমতের মাস পবিত্র রমজান মাসে প্রকল্পটি অনুমোদ করায় প্রধানমন্ত্রীর জন্য বিশেষভাবে দোয়া করার জন্য আমি সোনারগাঁয়ের ক্রীড়ামোদীসহ সকলকে আহ্বান জানাচ্ছি।’

এখানে উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ১২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষনে সোনারগাঁ উপজেলায় স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গায় খেলাধুলার জন্য উপযুক্ত করে খেলাধুলা শুরু করার অনুরোধ করেন এবং পরবর্তীতে সেখানে স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন।  প্রধানমন্ত্রীর ঘোষনার আলোকে স্টেডিয়াম নির্মাণ সমাপ্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানিয়ে ইতিপূর্বে আমি সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বরাবর উপানুষ্ঠানিক পত্র দিয়েছিলাম।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য আমি মহান জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।  প্রকল্পটির উপর গত ১২ জুলাই ২০১৫ খ্রিঃ তারিখে প্রকল্প মূল্যায়ন কমিটির (DEC) সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্তের আলোকে “জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রস্তাবিত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উপজেলায় স্টেডিয়াম (৬টি) নির্মাণ” শীর্ষক প্রকল্প জুলাই/২০১৬ হতে জুন/২০১৮ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে DPP অনুমোদনার্থে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদস্য, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন, শেরে-বাংলা নগর, ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য সর্বমোট ৫.৮৯ একর প্রস্তাবিত ভূমির মধ্যে ৩.৫৯ একর ভূমি উপজেলা ক্রীড়া সংস্থার নামে লীজকৃত জমিটি একটি শিল্প প্রতিষ্ঠান কর্তৃক জবর দখল মুক্ত করার জন্য তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আবু নাসের ভূঞার প্রশাসনিক সহযোগিতায়, সকলকে সাথে নিয়ে আমি মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং দখল মুক্ত করি।

পরবর্তীতে আমার নিজস্ব অর্থায়নে এবং উপজেলার অর্থায়নে সোনারগাঁ শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের ঐকান্তিক সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট মাসব্যাপী টুর্নামেন্টের একটি বিশেষ খেলার আয়োজন করেছি।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সোনারগাঁ উপজেলাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ স্টেডিয়ামটি নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তোলাসহ মাদকমুক্ত যুব সমাজ গঠনে সহায়ক হবে। প্রকল্পটির প্রতি বিশেষ অবদান রাখায় সোনারগাঁয়ের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর পিএস আবু নাসের ভূঞা, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালসহ ক্রীড়া সংস্থার সকলকে, স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সমাজকর্মী ও সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।