বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তারা হত্যা করতে চায়: সাখাওয়াত হোসেন খান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেছেন, বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন।  তিনি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত।  কারাবন্দী অবস্থায় বেগম খালেদা জিয়া আজ চিকিৎসা নিচ্ছেন।  বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছ থেকে অনুমোদন চেয়েছেন।  অথচ এই সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার অনুমতি দিচ্ছে না।  আজকে তারা বিভিন্ন ছল-চাতুরি দিয়ে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তারা বিনা চিকিৎসায় হত্যা করতে চায়।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৪ এপ্র্রিল মঙ্গলবার বাদ আছর বন্দর উপজেলাধীন বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এসময় বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা আজকের এই সভা থেকে আহ্বান জানাবো অবিলম্বে দেশও বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার সুযোগ দিবেন।  ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুল করার সময় আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।  যেনো আল্লাহ পাক করোনাসহ সকল রোগ শোক থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের মাঝে ফিরে দেন।  আমরা ইফতারের পূর্বে দোয়া করবো যেনো এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।  মানুষের ভোটের অধিকার ও আইনের অধিকার প্রতিষ্ঠা হয়।  সরকার এদেশকে মৃত্যু মুখী রূপে পরিনত করেছে।  দেশের দ্রব্য মূল্যের যে অবস্থা এই রমজানের মধ্যেও মানুষ কঠিন অবস্থায় পার করছে।  অবিলম্বে দ্রব্য মূল্য কমানোর আহ্বান করছি।  পাশাপাশি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাচ্ছি।

বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজনের সভাপতিত্বে ও বন্দর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল, মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম রিপন, পারভেজ মল্লিক, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদুল্লাহ মুকুল, জেলা তাঁতীদলের সহ-সভাপতি এআরবি মামুন, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খন্দকার, সদস্য মো. মোহসীন, আরিফুল ইসলাম, দিমান, জসিম, রাজিব খান, যুবদল নেতা পলাশ প্রধান, রাজু আহমেদ, কাজল মন্ডল, লিমন ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহিনুর ইসলাম সুমন প্রমুখ।