শামীম ওসমানের ফেসও নাই, বুকও নাই কিন্তু দখলে অয়ন ওসমান!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দেশব্যাপী আলোচিত আওয়ামীলীগ নেতা একেএম শামীম ওসমান। যার নাম দেশ বিদেশেও ছড়িয়েছে। কিন্তু ভার্চুয়াল জগতে শামীম ওসমানের চেয়েও বেশি জনপ্রিয় এখন তারই পুত্র অয়ন ওসমান। যেখানে গত ২মার্চ এমপি শামীম ওসমান বলেছেন, আমার ফেসও নাই, বুকও নাই। ফেসবুক কি জিনিস আমি জীবনেও দেখি নাই।’ কিন্তু তরুণ প্রজন্মের বিশেষ করে ছাত্র সমাজ ও যুব সমাজের হাতে হাতে এখন মোবাইল ফোন যা দিয়ে সকলের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সচল।

শামীম ওসমানের আমলের লোকজন ফেসবুকে তেমন একটা সক্রিয় না থাকলেও অয়ন ওসমানের প্রজন্মের হাতে হাতে ফেসবুক। অয়ন ওসমান কোন কোন বক্তব্য কিংবা অয়ন ওসমানের কর্মকান্ডের কোন খবর এখন শামীম ওসমানের কোন বক্তব্যের সংবাদের চেয়েও বেশি পাঠক দেখা যায়। মাঠের রাজনীতিতে আবাল বৃদ্ধ বনিতার কাছে শামীম ওসমান জনপ্রিয় হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এখন অয়ন ওসমান। তরুণ সমাজ এখন অয়ন ওসমানকে নিয়ে স্বপ্ন দেখছেন। যে কারনে যেখানেই অয়ন ওসমান সেখানেই হাজার হাজার ছাত্র সমাজ ও যুব সমাজের লোকজন ভীড় জমায়। উর্ত্তী রাজনীতিক কর্মীদের কাছে এখন অয়ন ওসমান বিশেষ তারকা। বর্তমান প্রজন্ম অয়ন ওসমানকেই ওসমান পরিবারের ভবিষৎ কর্ণধার হিসেবে দেখছেন।

তবে তরুণ সমাজের ও ছাত্র সমাজের কাছে অয়ন ওসমানের জনপ্রিয়তার বেশ কিছু কারনও রয়েছে। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজকে ফ্রি ওয়াইফাই জোন হিসেবে করে দিয়েছেন অয়ন ওসমান। মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য দিয়েছেন তিনি। কদিন আগে একজন রিক্সাওয়ালাকে অটো রিক্সাও কেনে দেন তিনি। এর আগে লিপি ওসমানের নামে এক ব্যক্তির স্কুলেও অনুদান দেন অয়ন ওসমান। বরিশালের একজন অসহায় অসুস্থ্য শিক্ষকের চিকিৎসার জন্যও তাকে সহযোগীতা করেন। বিভিন্ন সময় গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও অসহায় মানুষকে সহায়তার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় ওঠে ওঠেছেন অয়ন ওসমান। অয়স ওসমানের এসব কর্মকান্ডগুলো পরিচালনা করছেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

ইতিমধ্যে শিক্ষানুবিস আইনজীবী আইন পেশায় পা রেখেই তিনি বলেছেন, এটা পেশা হিসেবে নয় মানুষের সেবা হিসেবে তিনি আইন পেশাটাকেই বেছে নিলেন। যেখানে অসহায় গরীব মানুষকে তিনি বিনা ফিতে আইনি সহায়তা দিবেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের তিনি সহযোগীতা করে আসছেন। আইন কলেজের প্রতি বছর আইন শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরে তিনি মোটা অংকের সহযোগীতা করে আসছেন। এছাড়াও জাতীয় ও রাষ্ট্রীয় দিবসগুলোতে এবং দলীয় কর্মকান্ডগুলো আইন কলেজে সচল রাখতে সহযোগীতা করছেন অয়ন ওসমান। যেখানে আইন শিক্ষার্থীদের মাঝে অয়ন ওসমানের অবদান তুলে ধরছেন কলেজের ভিপি এমএম হাসান ও জিএস আমজাদ হোসেন। ফলে আইন শিক্ষার্থীদের মাঝেও অয়ন ওসমান বেশ জনপ্রিয়।

জানাগেছে, নারায়ণগঞ্জ জেলার ওসমান পরিবার ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবার। বংশ পরম্পায় এ পরিবার থেকে আজও অবধি এমপি হয়ে আসছেন দীর্ঘদিন যাবত। খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে তিন পুুরুষ পর্যন্ত গড়েছে জনপ্রতিনিধি হিসেবে। বর্তমানে এ পরিবারের দুইজন প্রভাবশালী এমপি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জাতীয় সংসদে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের চার চার বারের জাতীয় পার্টির এমপি। মেঝ ছেলে একেএম সেলিম ওসমানও টানা দুই মেয়াদে পালন করে আসছেন নারায়ণগঞ্জ-৫ আসনের দায়িত্ব। তারই ছোট ভাই একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি হিসেবে আসেছেন টানা তৃতীয় মেয়াদে। এখন নতুন প্রজন্মের দৃষ্টি অয়ন ওসমানের দিকে। কারন ইতিমধ্যে শামীম ওসমান ঘোষণা দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না। ফলে নেতাকর্মীরা এখনি ভাবতে শুরু করেছে অয়ন ওসমানকে নিয়ে।