নাসিম ওসমান তার কর্মে নারায়ণগঞ্জবাসীর মাঝে আজীবন বেঁচে থাকবেন: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত নাসিম ওসমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

এতে প্রয়াত নেতা নাসিম ওসমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আমার রাজনৈতিক শিক্ষা গুরু প্রয়াত জননেতা নাসিম ওসমান।  নারায়ণগঞ্জবাসীর জন্য অনেক কিছু করে গেছেন তিনি।  বন্দর উপজেলায় ও সদরে অনেক উন্নয়ন করেছেন। তার নিজের জন্য কিছু রেখে যেতে পারেননি।  তার হাত দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে থেকে শক্ত ভিতের উপর দাড় করিয়ে গেছেন।  তার রেখে যাওয়া জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড আমরা আগের মতো সবার সমন্বয়ে পরিচালিত করবো ইনশাআল্লাহ।  তিনি তার কর্মে আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, মহিলা পার্টি নেত্রী জাহানারা রহমান, রুনা মেম্বার, নারগিস আক্তার পলি, জেলা জাতীয় পার্টি নেতা সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেম, জেলা জাতীয় পার্টি নেতা সাদীপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুর হোসেন মেম্বার, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টি আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, বাসেদ মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ দাইয়ান সরকার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব আলী জাহান মেম্বার, বকুল মেম্বার, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব হারুন অর রশিদ মেম্বার, ফিরোজ মেম্বার, শাহিনা মেম্বার, নোয়াগাও ইউনিয়নের জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাকিব হাসান মেম্বার, শাহীন মোলা, জাহাঙ্গীর মেম্বার, মানিক মেম্বার, আবু জাহের মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।