করোনাকালে টিম খোরশেদের ১৮৬তম লাশ দাফন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ১৮৬তম লাশ দাফন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ।

টিম খোরশেদ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাকিস্তান আমলে প্রথম নীট গার্মেন্টস রফতানীকারক মিনার হোসিয়ারী (বর্তমানে মিনার গ্রুপ) এর মালিক মরহুম জার্জিস হোসেনের বড় ছেলে, বিকেএমইএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হকের বড় ভাই নজরুল হক (৬৫) করোনা আক্রান্ত হয়ে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার পরিবারের আহবানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা ১৬ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা মরহুমের গোসল ও জানাজা শেষে মাসদাইর কবরাস্তানে দাফন সম্পন্ন করেছেন।

টিমে ছিলেন রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আনোয়ার হোসেন, হাফেজ রিয়াদ, হাফেজ শিব্বির, মোঃ রাফি, মোঃ শহীদ ও রফিক হাওলাদার।