করোনায় সিভিল সার্জনের গাড়িচালকের মৃত্যু, লাশ দাফনে টিম খোরশেদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিভিল সার্জনের গাড়িচালক মোঃ সুরুজ্জামান করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা মরহুমের গোসল ও জানাজা সম্পন্ন করেছে। শুক্রবার বাদ জুম্মা সিদ্ধিরগঞ্জের গোদনাইলে দাফন করা হয়। এটা টিম খোরশেদের ১৬৮তম দাফন।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ খানপুর কোভিড হাসপাতাল থেকে সিভিল সার্জনের গাড়িচালকের মৃত দেহ আনার সময় খবর পায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রে কর্মরত সাইফুল্লাহ মিয়া করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

তার পরিবারের আহবানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা মরহুমের গোসল ও জানাজা সম্পন্ন করে দাফনের জন্য নোয়াখালীর বশুরহাটে মৃতদেহ প্রেরণ করেছেন। এটা ছিল টিম খোরশেদের ১৬৯তম দাফন।

এ সময় দাফন কার্যে উপস্থিত ছিলেন হাফেজ শিব্বির, আলী সাবাব টিপু, আনোয়ার হোসেন, মোঃ রাফি, সুমন দেওয়ান, আশরাফুল নীরব।