সোনারগাঁয়ে হেফাজতের তান্ডবলীলা: আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশে কঠোর হুশিয়ারী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হেফাজতের কর্মীরা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়, রয়েল রিসোর্ট, উপজেলা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বাড়ি-ঘর, দোকান পাট ভাংচুরের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ এপ্রিল রবিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ-আল কায়সার হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল।

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহ্ফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোঃ সোহাগ রনি প্রমূখ।

উল্লেখ্যঃ সোনারগাঁয়ে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকে নারীসহ রয়েল রিসোর্টে আটক করেছে এমন খবর ছড়িয়ে পড়লে হেফাজতের কর্মীরা একত্রে হয়ে রয়েল রিসোর্ট ব্যাপক ভাংচুর করে মামুনুল হককেসহ তার কথিত স্ত্রীকে ছিনিয়ে নেন।

পরে হেফাজত কর্মীরা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়, দোকান পাট, গাড়ি, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টায়ার জালিয়ে অগ্নিসংযোগ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোঃ সোহাগ রনির বাড়ির ঘর ব্যাপক ভাংচুর করেন।