জমি নিয়ে বিরোধ, আড়াইহাজারে বিধবা নারী ও তার ছেলেকে পিটিয়ে আহত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় মৃত আলী আকবরের বিধবা স্ত্রী তাহমিনা (৩৫) এবং তার ছেলে ফাহাদ (১২) গুরতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৭ মার্চ শনিবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি মাইজ পাড়া গ্রামে।

জানাযায়, শনিবার সকাল সাড়ে ৮টায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মৃত নেজামদ্দিনের ছেলে আরিফ এবং তার ৪/৫ জন সহযোগী মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাহমিনার বাড়ি গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় তার ছেলে ফাহাদ এর প্রতিবাদ করিলে আরিফ এবং তার সহযোগীরা তার মাথায় আঘাত করে গুরতর রক্তাত্ব জখম করে। তাহমিনা ছেলেকে বাচাতে তার উপর শুয়ে পড়লে তাকেও মেরে আহত করে। এ সময় মা ও ছেলের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে বড় ছেলে ফরহাদ এ সংবাদ শুনে বাড়ি এসে স্থানীদের সহযোগীতায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করান।

এ ব্যাপারে তাহমিনা বাদী হয়ে থানায় শনিবার একটি লিখিত অভিযোগ করেছেন। আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।