ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়ে নাটকীয়তা : পক্ষে বিপক্ষে এমপি খোকা ও শহীদ বাদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ক্রমস ছড়িয়ে পড়ছে উত্তাপ। সেই সঙ্গে দেখা যাচ্ছে নানা নাটকীয়তা। স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার দ্বারা গঠিত জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সমর্থন ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবু ওমর পেয়েছেন বলে দাবি করেছেন কাচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর। মনোনয়ন দাখিলের দিন দেখা গেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাঈম ইকবালের মনোনয়ন দাখিল করলেন স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার ভাই মনির হোসেন। অন্যদিকে বাবু ওমরের মনোনয়ন দাখিলের সময় ছিলেন জেলা আওয়ামীলীগের সেক্রেটারি আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে।

৪ মার্চ সোমবার মনোনয়ন পত্র দাখিলের দিন জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সেক্রেটারি বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক সাংবাদিকদের জানান, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান পদে বাবু ওমর বাবুল ও নারী ভাইস চেয়ারম্যান পদে মাহামুদা আক্তার ফ্যান্সীকে সমর্থন দিয়েছে।’

জানাগেছে, স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার সবচেয়ে ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আবু নাঈম ইকবাল। মুলত স্থানীয় এমপির সবুজ সংকেতের কারনেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলেও জানাগেছে। যা মনোনয়ন দাখিলের দিন এমপি লিয়াকত হোসেন খোকার ছোট ভাই মনির হোসেনকে আবু নাঈম ইকবালের সঙ্গে দেখা যায়। অন্যদিকে বাবু ওমনের সঙ্গে দেখা গেল জেলা আওয়ামীলীগের সেক্রেটারি অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে।

কয়েক মাস যাবত সোনারগাঁয়ে নির্বাচনী প্রচারণায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন আবু নাঈম ইকবাল। একজন শিক্ষানুরাগী হিসেবে তিনি উপজেলার শিক্ষক সমাজের সমর্থন পেয়েছেন। জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সেক্রেটারি বাবু ওমরকে সমর্থনের কথা দাবি করলেও জনপ্রতিনিধিদের অধিকাংশরাই ইকবালের পক্ষে কাজ করে আসছিলেন।