এমপি খোকার ব্যাপক আয়োজনে পল্লীবন্ধু এরশাদের জন্মদিন পালিত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সাবেক রাষ্ট্রপ্রতি ও জাতীয় পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০ মার্চ শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও পরে কেকে কেটে জম্মদিন পালন করা হয়।

সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁও পৌর জাতীয় পাটির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, পিরোজপুর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর, পিরোজপুর ইউনিয়নের জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও ইউপি সদস্য আলমগীর কবির, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, কাঁচপুর ইউনিয়নের সেচ্ছাসেবকপার্টির সভাপতি হানিফ হোসেন, সহ-সভাপতি মোঃ আবদুল হাই, সনমান্দি ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক আবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ভূইয়া মাকসুদ, সিনিয়র সহ-সভাপতি শ্যামল শিকদার, পৌর নাগরিক কমিটির সহ-সভাপতি রেজাউল করিম, মোহাম্মদ আলী, মোঃ আনোয়ার হোসেন, আসাদুজ্জামান, নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক মোতালেব মিয়া স্বপন, আল আমিন তুষার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু, ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাস্টার, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নেতা রেজাউল করিম, লিয়াকত আলী, গরীব নেওয়াজ, সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপন, মনিরুজ্জামান মধু, পারভীন আক্তার, নারী নেত্রী জাহানারা আক্তার, জাপা নেতা মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি রাসেল, ১নং ওয়ার্ড সভাপতি আক্তার হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি মজিবর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির নেতা জাহের মোল্লা, রেহেনা আক্তার প্রমূখ।

অন্যদিকে ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন। সাবেক সেনাপ্রধান এবং পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য এইচ এম এরশাদের জন্ম ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম জেলার মাতুলালয়ে।

২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। সাবেক এই রাষ্ট্রপতি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান ১৯৫২ সালে।

তিনি ১৯৭৫ সালের ২৪ আগস্ট মেজর জেনারেল পদে উন্নীত হন। হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৩ সালে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে রাষ্ট্রক্ষমতায় আসেন। ১৯৮৬ সালে তার প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশে উপজেলা পদ্ধতি চালু করেন।