বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলেন বহিস্কৃত বিএনপি নেতা সেন্টু চেয়ারম্যান!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির পদ নিয়ে আওয়ামীলীগের হয়ে রাজনীতি করার দায়ে বিএনপি থেকে বহিস্কার হয়েছেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ডেকে এনেও তাকে ধানের শীষ প্রতীক দেয়া সম্ভব হয়নি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। যার ফলে প্রথমে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।

পরবর্তীতে সেই অব্যাহতি তিনি প্রত্যাহার করাতে সক্ষম হলেও পরবর্তীতে তিনি বহিস্কৃত হয়েছেন। তিনি ছিলেন ফতুুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং এর আগের কমিটিতে তিনি ছিলেন সাধারণ সম্পাদক। তবে আওয়ামীলীগের রাজনীতিতে তিনি সরাসরি কখনও আসেননি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি কেক কেটে পালন করেছেন।

জানাগেছে, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কেক কেটেছেন মনিরুল আলম সেন্টু। ওই সময় পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।