ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের কাছে ডা. আব্দুর রউফ চেয়ারম্যানের পরাজয়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলায় ২৮ রানে বৈদ্যেরবাজার ইয়াং টাইগারকে পরাজিত করে সেমিফাইনালে ওঠেছে পিরোজপুর পাইরেটস অব মেঘনা।

১৪ মার্চ রবিবার মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ২য় খেলা সোনারগাঁও পৌরসভাধীন শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার দর্শকদের সমাগম ঘটে এই খেলায়।

খেলায় প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয় পিরোজপুর পাইরেটস অব মেঘনা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইেকট হারিয়ে তারা ১৮৮ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান করেন ৪৭ রান করেন আরিফ। বৈদ্যেরবাজার ইয়াং টাইগার এর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পান হিরা।

পিরোজপুর পাইরেটস এর দেয়া ১৮৯ রান তাড়া করতে নেমে বৈদ্যেরবাজার ইয়াং টাইগার ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ ২৮ রান করেন ফিরোজ। পিরোজপুর পাইরেটস অব মেঘনার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পান সিজার।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হোন আরিফ। পরে খেলায় জয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ মোল্লা। দুটি টিমের কর্ণধার উপরোক্ত দুই ইউপি চেয়ারম্যান, যেখানে ইঞ্জিনিয়ার মাসুমের দলের কাছে পরাজি হয়েছে আব্দুর রউফের দল।