আজমেরী ওসমানের পক্ষে ১৭টি সংগঠনের সংবাদ সম্মেলন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের পক্ষে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জের ১৭টি সংগঠন। ৮ মার্চ সোমবার বালুর মাঠ এলাকায় দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা, একটি মহলের ষড়যন্ত্র দাবী করে আজমেরী ওসনমানকে সমাজে হেয় প্রতিপন্ন করতে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন। এছাড়াও আজমেরী ওসমানকে নিয়ে কিছু বলা হলে আগামীতে দাঁতভাঙ্গা জবাব সহ কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দিয়েছেন ওই সকল সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নারায়ণগঞ্জ দোকান প্রতিষ্ঠান ও কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মোজাম্মেল হক বলেন, গত কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে একটি মহল মেহনতী মানুষের নেতা, আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা আজমেরী ওসমান ভাইকে নিয়ে আক্রমনাত্মকভাবে কথা বলছেন। যা একেবারেই অযৌক্তিক। আইন আমাদের সকলের উর্ধে। আইনকে আমরা শ্রদ্ধা করি। সেই আইন তার নিজস্ব গতিতে কাজ করছে। কিন্তু দেখা যাচ্ছে একটি মামলার বিষয় নিয়ে কুচক্রিমহল ঘোলা পানিতে মাছ স্বিকারের চেষ্টা চালাচ্ছে। কখনো প্রশাসন কে নিয়ে সমালোচনা করছে, কখনো সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। কি উদ্দেশ্য আপনাদের? মানুষ এখন বুঝে গেছে। তবে এসব আমরা মেনে নিবো না। আজমেরী ভাই, একজন ভালো মানুষ, যিনি মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়িযে দেন। বর্তমানে তার এসব ভালো র্কাযক্রমকে থামিয়ে দিতে রাজনৈতিক প্রতিহিংসানিয়ে একটি মহল কাজ করছে। আমরা জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই। বিভিন্ন ব্যাক্তিরা বক্তব্য দিয়ে শুধুমাত্র ওই ওসমান পরিবারকে আঘাত করতে চায়। যা পরবর্তিতে বিভিন্ন সংবাদপত্রে শিরোনাম হয়ে যায়। কিন্তু এতে করে ওই পরিবারের সন্তান, নাতি-পুতিদের উপর কি পরিমান সম্মানহানী হয় তা কেউ ভেবে দেখে না। তাই অনুরোধ করবো। অপপ্রচার বন্ধ করুন। হাতে মাইক নিয়ে যা ইচ্ছে বলে দিবেন, আর আমরা মেনে নিবো না। আমাদের নেতা আজমেরী ভাইকে নিয়ে কিছু বললে এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আপনাদেরকে হুশিয়ারী করে দিচ্ছি। কোন তথ্য প্রমান ছাড়া আজমেরী ভাইয়ের বিরুদ্ধে যা ইচ্ছে বলবেন না। তা হলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

এরআগে আজমেরী ওসমানকে নিয়ে মিথ্যা ও অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বাস মিনি বাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-৩৮১০) এর সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, নীট ডাইং গার্মেন্ট শ্রমিক ফেডারেশন (রেজি নং ৪৩৯৩) সভাপতি লিয়াকত হোসনে বেপারী, সিএসডি শ্রমিক ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মন্টু।

সংবাদ সম্মেলনে আরো বলেন, নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী পরিবার, তা হলো ওসমান পরিবার। যে পরিবারটি যুগ যুগ ধরে মানুষের জন্য কাজ করছে। এ পরিবারেরই একটি উজ্জল নক্ষত্র ছিলেন যিনি আপামর জনতার জননন্দিত নেতা নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের র্নিবাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান। উনিই বঙ্গবন্ধু একমাত্র সৈনিক, যিনি নববধূকে রেখে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবীতে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। এছাড়াও যিনি দলের কর্মীদের জন্য ছিলেন নিবেদীত প্রাণ। আল্লাহ ভক্ত একজন মানুষ। অসহায় মানুষের স্পন্দন। আজ তিনি আমাদের মাঝে বেঁচে নেই। আমরা সকলেই তার রুহের মাগফিরাত কামনা করি। তবে উনার আর্দশকে বুকে ধারণ করে উনারই উত্তরসরী, মুক্তিযোদ্ধার সন্তান, যুব সমাজের অহংকার, আজমেরী ওসমান ভাই আমাদের নেতা। যিনি ১৭ টি সংগঠনের প্রাণ এবং আমাদের বিভিন্ন সংগঠনের প্রধান উপদেষ্টা। উনাকে নিয়ে কিছু বলা হলে আমরা কোনভাবেই চুপ করে বসে থাকবো না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নীট ডাইং গার্মেন্ট শ্রমিক ফেডারেশন (রেজি নং ৪৩৯৩) সাধারণ সম্পাদক নিজাম সিকদার, ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান (রেজি নং ২৫৫৮), বাংলাদেশ প্রতিবন্ধি প্রগতি সংস্থ্যা সভাপতি ই্উসুফ হাওলাদার সিএসডি শ্রমিক ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, খানপুর মেট্রোহল পরিবহন শ্রমিক কমিটি( রেজি: নং- ৩৮১০) সভাপতি মো. মামুন খান, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম কালা, নারায়ণগঞ্জ জেলা টেক্সি ও মাইক্রোবাস শ্রমিক কমিটি সভাপতি- জামাল হোসেন, সাধারণ সম্পাদক- নাসির হোসেন, নারায়ণগঞ্জ জেলা টেক্সি ও মাইক্রোবাস মালিক কমিটি সভাপতি ডালি, সাধারণ সম্পাদক আবুল হাশেম রিংকু, বন্দর খেয়াঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন, সহ সভাপতি পিয়ার আলী, সাধারণ সম্পাদক বাবুল দাস, সপ্ন ছোয়া পথ শিশু পাঠশালা সভাপতি হাবিব প্রধান সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।