বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের জ্বালাময়ী ভাষণ স্বাধীনতার ঘোষণা: আবদুল হাই

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে জনসমাবেশে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের জ্বালাময়ী ভাষণের মাধ্যমে বাঙালির স্বাধীনতার ঘোষণা করেন। বঙ্গবন্ধুর এই ভাষণের মাধ্যমে বাঙালি যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে।

৭ মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। এর আগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আবদুল হাই আরোও বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সহ পরিবারে হত্যা করা হয়। আমরা ধিক্কার জানাই সেইসব কুলাঙ্গারদের। পরবর্তী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের হাল ধরেন। পিতার স্বপ্ন স্বপ্নের সোনার বাংলা গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প উন্নত আয়ের দেশ থেকে বর্তমানে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আমরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তার সহযোদ্ধা হিসেবে কাজ করবো।

জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, দপ্তর সম্পাদক এম এ রাসেল, উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, সদস্য অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, আমজাদ হোসেন, জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আবদুল কাদির, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য মেহেদী হাসান রবিন, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পনির, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান, গোগনগর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সভাপতি আক্তার হোসেন সুকুম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।