সোনারগাঁয়ে ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা, মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোশারফ মল্লিক নামের এক মাদ্রাসা শিক্ষক অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে ১ মার্চ সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার শিক্ষকের বিরুদ্ধে শিশুটির মা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত মোশারফ মল্লিক (৫৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চেচরী গ্রামের মৃত কালু মল্লিকের ছেলে। সে কাঁচপুর কুদ্দুছের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

শিশুটির মা তার মামলায় উল্লেখ করেন, তিনি ও তার পরিবার নিয়ে কাঁচপুর এলাকায় বসবাস করছেন। তার স্বামী স্থানীয় একটি গার্মেন্টে কাজ করেন। সেই সুবাদে তার বাড়ীর পাশে ফয়েজীয়া কওমীয়া নুরানী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানায় তার মেজো মেয়েকে পড়াশোনার জন্য ভর্তি করান।

শিশুটি প্রতিদিন সকাল ৮টায় মাদ্রাসায় যায় এবং রাত ৮টার সময় মাদ্রাসা থেকে বাসায় ফিরে। এ সুযোগে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে মাদ্রাসার অধ্যক্ষ মোশারফ মোল্লা তার শিশু মেয়েকে তার রুমে নিয়ে শিশুর শরীরের কাপড় চোপড় খুলে যৌণাঙ্গে আঙ্গুল দিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে হুমকি ধমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাসায় গিয়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে তিনি সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।