সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন জনেজনে নাট্য সম্প্রদায়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত ঘরোয়া পরিবেশে উদযাপিত হয়েছে। ‘নাটক মোদের অধিকার রুখবে নাটক সাধ্য কার’এই শ্লোগানকে সামনে রেখে ২১শে ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তনের করিডোরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালণ করা হয়।
অনাড়ম্বপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক ও ছড়া গবেষক রুমন রেজা।
সংগঠনের প্রতিষ্ঠাতা নাট্য ব্যাক্তিত্ব সভাপতি বাহাউদ্দিন বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগীয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহা, নারায়ণগঞ্জ জেল নাট্য সংস্থা’র সভাপতি মীর আনোয়ার হোসেন ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
নাট্যাভিনেতা শফিউল আলম রেজার প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ নাট্য ব্যাক্তিত্ব এম আর হায়দার রানা, মনির হোসেন নিমাই, মোঃ হারুন, এজাজ খান, নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুম, জনেজনে নাট্য সম্প্রদায়ের অন্যতম অভিনেতা বদরুল ইসলাম খোকন, মিডিয়া
ভিশনের খবির আহাম্মদ, আলমাস আলী, মঞ্জুর আহমেদ মুন্না প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রুমন রেজা বলেন, নাটক সমাজের দর্পন। নাটক মানুষের কথা বলে নাটক সমাজ গড়ার হাতিয়ার। আগে পাড়া-মহল্লায় নাটক হতো উৎসব হতো মানুষ বিপথগামী হওয়ার সুযোগ পেতোনা এখন নাটকের মানুষগুলো কেনো জানি হারিয়ে যেতে বসেছে। সমাজ ভাল রাখার জন্য নাটক একটি কৌশলী প্রয়াস। মঞ্চ
নাটকের ক্ষেত্রে নারায়ণগঞ্জের একটা সুনাম রয়েছে। সমাজ ভাল রাখার স্বার্থে আমাদেরকে নাটকের উৎসব করতে হবে। পরিশেষে স্ত্রিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শণ করা হয়।