কেন সমাবেশ করতে যাচ্ছেন শামীম ওসমান, সকলের দৃষ্টি

আবদুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিবেদক:

আগামী ২ মার্চ নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বানিজ্যিক এলাকায় বৃহত্তর সমাবেশ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪( ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান। আর এ সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জবাসীর মধ্যে কৌতহলের সৃষ্টি হয়েছে যে, কেমন হবে আগামী শনিবারের সমাবেশ এবং নারায়ণগঞ্জবাসীকে তিনি কি ম্যাসেজ দিতে যাচ্ছেন।

জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জ জেলায় একেএম শামীম ওসমানই প্রথম আওয়ামীলীগের দলীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন। এ সমাবেশ কেন করা হচ্ছে, কি এমন ম্যাসেজ দেওয়া হবে এ সমাবেশ থেকে তা এখনো খোলাশা করে বলেননি শামীম ওসমান। তবে তিনি বলছেন নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে তিনি সকলের সঙ্গে পরামর্শ ও দিকনির্দেশনা দিবেন। সেই সঙ্গে তাকে নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

তবে নারায়ণগঞ্জে বর্তমান পরিস্থিতিতে শামীম ওসমানের ওই সমাবেশ নিয়ে নারায়ণগঞ্জবাসী উৎকন্ঠায় আছেন কি ম্যাসেজ দেওয়া হবে এ সমাবেশ থেকে। তবে তিনি বেশকটি প্রস্তুতি সভায় বলে আসছেন, যারা আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলেন তাদের আঙ্গুল দাবিয়ে দিতে চাই ওই দিনের সমাবেশে। তাদের জানিয়ে দিতে চাই, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের ছিলো এবং আওয়ামীলীগের আছে। তারাই আওয়ামীলীগ করবে যারা সাচ্চা আওয়ামীলীগ করে। নারায়ণগঞ্জের নেতাকর্মীদের রাজপথে দখলে রাখার ক্ষমতা পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা কারোর উপর ভরসা করে আওয়ামীলীগ করিনা। আমরা কেবল শেখ হাসিনার নির্দেশেই চলি।’

তবে ওই সমাবেশ ঘোষণা করার আগে তিনি বলেছিলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে আমাদেরকেই মাঠে নামতে হবে। তাই আমরা অচিরেই মাঠে নামবো। আমি প্রতিটা ঘরে ঘরে আবার যাবো। আমরা পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর নম্বরের তালিকা জনগণের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবো। যাতে কেউ আশেপাশে কোন দুর্নীতি দেখলে তারা প্রশাসনকে দ্রুত জানাতে পারে। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত একটি সমাজ ব্যবস্থা। এই সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসন একটা অংশ কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আওয়ামীলীগকেই। অন্য কেউ এটা করবে না।’