ধর্ষণের দ্রুত বিচার দাবিতে গার্লস কলেজে গিয়ে মহিলা পরিষদের লিফলেট বিতরণ!

সান নারায়ণগঞ্জ টুুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘দ্রুত বিচার করে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে’ এই বিষয়ক লিফলেট বিতরণ ও পোস্টারিং কার্যক্রম করেছে নারায়ণগঞ্জ জেলা শাখার মহিলা পরিষদ। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করেন জেলা শাখার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী।

সংগঠনের সাবেক সভাপতি, নারী আন্দোলন সহ সকল প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হেনা দাসের কর্মস্থল নারায়ণগঞ্জ গার্লস স্কুল ও কলেজে লিফলেট বিতরণ ও পোষ্টারিং-এর মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

মহিলা পরিষদের সংগঠন কার্যালয়, নারায়ণগঞ্জ আইন কলেজ, হোসিয়ারী সমিতি, অফিসার্স ক্লাব, বুলবুল ললিতকলা একাডেমী, মেট্রোহল ও আমলাপাড়া মোড় প্রভৃতি স্থানে পোষ্টারিং ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য সুমী সরকার। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহরের সকল গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হবে।