সোনারগাঁয়ে ‘আলোর পথ ফাউন্ডেশন’র উদ্যোগে ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে আলোর পথ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছিল মানুষের সেবা করার জন্য। সেই ফাউন্ডেশনটির লক্ষ ছিল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, প্রতি ঈদে সেমাই চিনি বিতরণ সহ নানাভাবে তারা সহযোগিতা করতো দুস্থ মানুষের। সেই সঙ্গে সুষ্ঠু সমাজ গঠনেও কাজ করছে সংগঠনটি।

তারাই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি শুক্রবার উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে এক ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাটি ট্রাইবেকারে সাদ্দাম একাদশ জয়লাভ করে।

উক্তি খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক। তিনি বলেন, মাদক সন্ত্রাস নির্মূলে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই প্রতি বছর এই ধরণের খেলা আয়োজন করা উচিত।

সে সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আলোর পথ ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি কামাল, সহ-সভাপতি নাসির, আলোর পথ ফাউন্ডেশন এর অন্যতম সদস্য আকরামুল, ক্রীড়া সম্পাদক নাজমুল, ধর্মবিষয়ক সম্পাদক জসিম, সাংগঠনিক সম্পাদক জহির, দপ্তর সম্পাদক মোঃ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপদেষ্টা সেলিম হোসেন দিপু, উপদেষ্ঠা আবুল কাশেম, উপদেষ্টা কবির হোসেন (অপু), উপদেষ্টা আউয়াল, সানাউল্লাহ মেম্বার, জজ মিয়া মেম্বার, ফারুক মেম্বার, ছাত্রলীগ নেতা আল আমিন, জহিরুল, অন্যান্য মেম্বার সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।