রাজশাহী ইউনিভার্সিটি ল’ এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আদালতপাড়ায় মাস্ক বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

রাজশাহী ইউনিভার্সিটি ল’ এ্যালামনাই এসোসিয়েশন (রুলা) এর উদ্যোগে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মাস্ক বিতরণ করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের ২তলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। উদ্বোধন শেষে আদালতপাড়ায় আইনজীবীদের এই মাস্ক বিতরণ করা হয়। এর আগে করোনা সচেতনমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আইন শিক্ষার্থী শেখ সাফায়েত আলম সানি। এই মাস্ক বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি।

সভা পরিচালনায় ছিলেন আইনজীবী সমিতির টানা দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি অ্যাডভোকেট বরুণ চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনি, সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, সমিতির আপ্যায়ণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভুঁইয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুর রহমান বিপ্লব, কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, কার্যকরী পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবী আতাউর রহমান নান্নু প্রমূখ।

করোনা বিষয়ক সচেতনামুলক আলোচনা শেষে শেখ সাফায়েত আলম সানি নিজ হাতে আদালতপাড়ায় আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ করেন। তিনি জানান রাজশাহী ইউনিভার্সিটি ল’ এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথীর সৌজেন্য এই মাস্ক বিতরণ করা হয়। এর আগে আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।