রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নে নৌকার প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে মিজানুর

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে ছাত্রলীগ-যুবলীগের উদ্যোগে মাস্ক বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান। ৬ফেব্রুয়ারি শনিবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাঠে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান মিজান। তবে এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য আব্দুল করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজিব, রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চেীধুরী আপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সহ-সভাপতি ইয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জামান মিয়া, ওসমান গনী, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, আমির হোসেন স্বপন, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা লুৎফর রহমার মুন্না, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জেমিন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, আব্দুল মতিন, মাসুম আহমেদ, আব্দুল হাই, মোশারফ হোসেন, আবুল হোসেন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার, রত্মা আক্তার, মিনা আক্তার, প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য মিজানুর রহমান মিজান বলেন, কিছু কুচক্রীমহল প্রধানমন্ত্রীর উন্নয়নে ইর্ষান্বিত হয়ে দেশী বিদেশী মহলে আপপ্রচার চালাচ্ছে। তাদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। বাঙ্গালী জাতি তাদের জাতি স্বত্তা ও মাতৃভাষা বাংলার টানে জীবনের মায়াকে তুচ্ছ করে বাংলা ভাষার জন্য ঝাপিয়ে পরেছিল বলেই আজ আমরা স্বাধীন ভাবে বাংলায় ভাষায় কথা বলতে পারছি।