আড়াইহাজারে দুই ভাইকে কুপিয়ে জখম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাইপ দিয়ে ছাদের উপর থেকে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইব্রাহীম এবং রাসেল নামে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

ঘটনাটি ঘটেছে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। ওই গ্রামের সামছুল হকের ছেলে ইব্রাহীম এবং রাসেলের সাথে পাশের বাড়ীর মৃত বাছেদ খানের ছেলে নাসির, সগিরের সাথে পাইপ দিয়ে ছাদের পানি পড়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে নাছির গং ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র দাড়ালো দা-ছোড়া এবং লাঠি-সোঠা নিয়ে ইব্রাহীম গংদের উপর হামলা চালায়। তখন নাসির, সগির এবং সাহেদ তারা ইব্রাহীম ও রাসেল দুই ভাইকে কুপিয়ে রক্তাত্ব জখম করে।

পরে স্বজনরা তাদের দুই ভাইকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। এর মধ্যে রাসেলের অবস্থা গুরুত্বর বিধায় কর্তব্যরত ডাঃ তাকে ঢামেক হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ইব্রাহীম ও রাসেলের পিতা সামছুল হক বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।