রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২২ জানুয়ারি শুক্রবার রাত পৌনে ৯টায় উপজেলার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুম মিয়া, স্ত্রী মিতা বেগম, ছেলে রহমত উল্লাহ ও ছেলে আব্দুল্লাহ।

পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, নিহত ব্যক্তিদের ঘরের উপর দিয়ে ডেসকো ও পল্লী বিদ্যুতের লাইন গেছে। প্রথমে ডেসকোর তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের লাইনের উপর পড়ে। সেখান থেকে তাদের ঘরের চালায় পড়ে আগুন লেগে যায় এবং সারা ঘর বিদ্যুতায়িত হয়।

‘খবর পেয়ে আগুন নেভানো হয়েছে। এতে মাসুম মিয়া, তার ছেলে রহমত উল্লাহ ও আব্দুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আর তার স্ত্রীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। ’

তিনি আরো বলেন, স্থানীয়দের দাবি এক হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন ছিল। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে। ’

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহসিনুল কাদের জানান, বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই এক পরিবারের। অন্যের জমিতে ঘর তুলে থাকতেন।