৪র্থ ধাপেও হয়নি তফসিল: নির্বাচনী মাঠ ছাড়েনি মেয়র প্রার্থী ঝরা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

৪র্থ ধাপেও নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এরি মাঝে সীমানা সংক্রান্ত বিষয়ে রয়েছে একাধিক মামলা। তবে কি কারনে নির্বাচনের তফসিল হচ্ছেনা তা জানতে চেয়ে জেলা প্রশাসক বারবার চিঠি দিয়েছে সোনারগাঁও পৌরসভা। এমন পরিস্থিতিতেও নির্বাচনী মাঠ ছাড়ছেনা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেযর প্রার্থী ও নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা।

৯ জানুয়ারি শনিবার সোনারগাঁও পৌরসভার নং ওয়ার্ডের ফতেহকান্দি ও বাড়ীগন্ধব গ্রামের প্রতিটি বাড়ীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন এবং তিনি যেনো নৌকা প্রতীক পেয়ে মনোনীত হন সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সহ-সভাপতি অপু সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর যুবলীগের সদস্য হারুন জয়, পৌর যুবলীগ নেতা ইকবাল, বাগমুছার রুহুল আমিন, পৌর যুবলীগ নেতা গাজী তোফায়েল, পাপন, রিফাত, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. উজ্জ্বল, ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জসীম, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রউফ, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল, পৌর স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মজিবুর রহমান, যুবলীগ নেতা সুমন, খোরশেদ, সানোয়ার, ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন, শাহ্ আলী, মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা, সাফিয়া নুর শান্তা, তাহমিদা, নওশীন, তামীমি, রুনী, আওয়ামীলীগ নেতা বাচ্চু, দীলিপ, তাহের আলী, শফিউদ্দিন, আলম ভূইয়া, শামীম ভূঁইয়া, মনির, শাহজাহান, শাহাজালাল, ছাত্রলীগ নেতা আলমগীর, হাসান, বাবু, রুপক, রমজান ছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের কয়েকশত নেতাকর্মীগণ।