করোনাকালের ২৩ চিকিৎসকের হাতে সম্মাননা দিলেন মেয়র আইভী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাজেদা হাসপাতালে করোনাকালে চিকিৎসা দেয়া ২৩ চিকিৎসক সহ ১০৫ জন কর্মকর্তাকে সম্মাননা স্মারক দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। ৩১ ডিসেম্বর বৃহস্পবিার বেলা ১২টায় সাজেদা হাসপাতালে তিনি এ সম্মাননা স্মারক দেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী বলেন, যারা লোভ-লালসার উর্ধ্বে এসে করোনায় মানবসেবা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একজন রোগীকে মানসিকভাবে সুস্থ ও তাজা করা ডাক্তারদের কাজ।

তিনি আরো বলেন, একদিকে করোনায় আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে কিছু অসাধু লোক রাতারাতি বড়লোক হতে চায়। এ ধরনের অসাধু মানুষদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সাজেদা হাসপাতালের পরিচালক ডা. তরীকুল ইসলাম, ক্লিনিক্যাল ইনচার্জ ডা. ইউশা ইবনে নকিব প্রমুখ।