আড়াইহাজারে জমি নিয়ে মারামারি, বাবা-ছেলে আহত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুর্বশত্রুতার জেরে বাবাকে বাঁচাতে এসে মনির হোসেন খান ওরফে দর্পণ নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

ঘটনাটি ঘটেছে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা (খানপাড়া ) এলাকায়।

জানাযায়, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জেরে একেই গ্রামের দিনার খানের সাথে আবু সাঈদ খানের বিরোধ চলছিল। ওই দিন সন্ধায় তাদের দুইজনের মধ্যে কথা কাটা-কাটি হলে দিনার খান বে-আইনী ৮/১০ জন জনতাবদ্ধে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আবুসাহিদ খানের বাড়িতে প্রবেশ করে তাকে মারধর করে বাড়ির টিনের গেইট ও গেইটর বেড়া ভাঙ্গচুর করে।

এ সময় আবু সাইদ খানের পুত্র মনির হোসেন পিতাকে বাঁচাতে আসলে তাকেও বেধর মারপিট করে চলে যায় প্রতিপক্ষ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে এনে চিকিৎসা করান। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে দিনার খানকে প্রধান আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।