ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বন্দরে বিএম ৯৪’ব্যাচ বন্ধু মহল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএম ৯৪’ব্যাচ বন্ধু মহলের উদ্যোগে শোক র‌্যালী ও শহীদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টায় বন্দর বিএম ৯৪’ব্যাচ বন্ধু মহলের উদ্যোগে এ র‌্যালী ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে বন্দর বিএম ৯৪’ব্যাচ বন্ধু মহলের উদ্যোগে সকাল ৮টায় শোক র‌্যালীটি বন্দর বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, বন্দর শিশু নিকেতন হয়ে বন্দর কেন্দ্রীয শহীদ মিনারে সমবেত হয়। পরে সকাল ৮টা ৩০মিনিটে শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের সভাপতি ও বন্দর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডারকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে শহীদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার জব্বর সরদার, বিএম ৯৪’ব্যাচের কামরুল ইসলাম, শহিদুজ্জামান শিপন, সামিউল ইসলাম সোহেল, সাঈদ খান পল, রুদ্র হাসান রবিন, মানিক, মোঃ মাহাবুব রহমান, মোঃ সোহেল মোল্লা, বিমল চন্দ্র, বিকাশ চন্দ্র দে, মোঃ অপু, মোঃ লেলিন, সোয়েব, মোঃ নাসির, মোঃ হাসান, রবি, সাগর, পলাশ ও শেখ আরিফ প্রমূখ।